মদনে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মদন (নেত্রকোনা )প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার পাবলিক হলে ১০ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও মোঃ ওয়ালীউল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধা এডভোকেট জসিম উদ্দিন,ওসি মোঃ রমিজুল হক,কৃষি অফিসার মোঃ গোলাম রাসুল,পৌর কমান্ডার একে এম সামছুল হক খসরু,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস ,মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান প্রমূখ। সংবর্ধনা শেষে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে ছাতা প্রদান করা হয়।