রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
কাজল তালুকদার , কলমাকান্দা প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেছেন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইনারসন দারিং (৭৪) শুক্রবার রাতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কালাপানি গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।
শনিবার দুপুর দেড়টার দিকে নিজ গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইনারসন দারিং এঁর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। আরো উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযুদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।