মসজিদে চেয়ার
মসজিদে চেয়ার
শফিকুজ্জামান
সম্পাদক ও প্রকাশক,
ইকরা প্রতিদিন
মসজিদ আল্লাহর ঘরে নামাজে চেয়ারের দৃশ্য
হাদিস বর্ণনায় সম্পূর্ণ অবিশ্বাস্য
চেয়ারে বসে আল্লাহর সামনে বিনয়ের পরিবর্তে অহংকার থাকে ভাব
নামাজ বান্দার পাপ ধুয়েমুছে করতে সাফ।
কোমর ও হাটুব্যথা রোগীদেরকে চেয়ারে বসে নামাজ আদায়ের পরামর্শ দিচ্ছে ডাক্তার
যা সকল যুগের ওলামায়ে কেরাম করছেন অস্বীকার ।
আরো রয়েছে অজ্ঞাত ধর্মীয় জ্ঞানহীন কিছু ডাক্তার
শরীয়ত বিরোধী পরামর্শ দিয়ে নামাজ নষ্ট করে তারা হচ্ছে গুনাহগার।
নামাজে কাতার সোজা করা ওয়াজিব, হাদিস আছে জানা
চেয়ারে বসে নিজে ও মুসল্লিদের কাতার নষ্ট, জ্ঞাত সারে হচ্ছে গোনা।
আমরা দেখি হাটে-বাজারে চলা ফেরা সকল কাজই করছেন
মসজিদে এসে তখন ডাক্তারের সূত্র ধরছেন।
অফিসে চাকুরী, ব্যবসা, ক্ষেত-খামারে সারাদিন
হাদীস উপেক্ষা করে চেয়ারে বসে নামাজ,ধর্মীয় জ্ঞানহীন।
হাদিসে আছে প্রথমে দাঁড়িয়ে যদি দাঁড়াতে না পার তাহলে (মাটিতে) বসে
বসতেও না পারে শুয়ে নামাজ আদায় করবে অবশেষে।
নামাজের মাধ্যমে নিজের দুর্বলতা,অক্ষমতা আল্লাহকে করতে হবে ভয়
বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়।
কোরআন হাদীস অনুযায়ী সঠিক পথে চলি
আসুন সকলেই মসজিদে “চেয়ারকে না বলি”।